দূর্গাপূজো উপলক্ষে দুঃস্থ শিশুদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ প্রয়াস ওয়েলফেয়ার অরগানাইজেশনের




দূর্গাপূজো উপলক্ষে প্রয়াস ওয়েলফেয়ার অরগানাইজেশনের পক্ষ থেকে দুঃস্থ শিশুদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি।৫ দিন ধরে লাগাদার চলা কর্মসূচির সমাপ্তি হল বুধবার,পশ্চিম ও দক্ষিণ জিৎপুরের শিশুদের মধ্যে বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে।



এবার পুজো নিয়ে বিভিন্ন বিধি নিষেধ লাগু করেছে রাজ্য সরকার এবং হয় কোর্ট।কিন্তু তার মাঝেই আর্থিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের ঘরের শিশুদের মুখে হাসি ফোঁটাতে এবং পুজোর আনন্দে সামিল করতে বিশেষ উদ্যোগ নিল প্রয়াস ওয়েলফেয়ার অরগানাইজেশন।বিগত পাঁচ দিন ধরে তারা আলিপুরদুয়ারের বিভিন্ন প্রান্তের দুস্থ শিশুদের মধ্যে নতুন জামাকাপড়ের সাথে বস্ত্র,মাস্ক,খাতা, পেন্সিল বিতরনের মধ্য দিয়ে তারা হাঁসি ফোঁটানোর চেষ্টা করে বলে জানা যায়।এদিন প্রায় শতাধিক শিশুকে বস্ত্র সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় বলে খবর।