ম্যাচ হারলেও ইতিহাস গড়লেন ধোনী, আইপিএল-ই নয় ভাঙলেন বিশ্ব রেকর্ডও 


MS Dhoni breaks world record in CSK vs SRH match




শুক্রবার হায়দ্রাবাদ- চেন্নাই ম্যাচে চেন্নাইয়ের হারের হ্যাট্রিক হলেও ইতিহাস গড়লেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তথা ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনী। হায়দ্রাবাদ- চেন্নাই ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতার জেরেই হারতে হল চেন্নাই সুপার কিংসকে। টপ অর্ডার ব্যাটিং ব্যর্থতাকে ঢাকতে পারেনি জাদেজার অর্ধ শতরান ও ধোনীর ৪৭ রানের ইনিংস। তবে এদিন নতুন ইতিহাস রচনা করলেন মহেন্দ্র সিং ধোনী।



আইপিএলের ‌ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি। হায়দরাবাদ ম্যাচটি ধোনির ১৯৪ তম ম্যাচ। সতীর্থ রায়নার ১৯৩ ম্যাচ খেলার রেকর্ড টপকে গেলেন তিনি। বড় কোনও অঘটন না ঘটলে খুব শীঘ্রই প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলে ২০০ ম্যাচ খেলার রেকর্ডও গড়ে ফেলবেন ধোনি। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মা খেলেছেন ১৯২টি ম্যাচ। তিনি রয়েছেন তৃতীয় স্থানে। 



শুধু আইপিএলেই নয়, রেকর্ড করেছেন বিশ্ব ক্রিকেটেও। বিশ্বের যে কোনও টি -২০ লিগের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড হল এদিন। ১৮৯টি ম্যাচ খেলে চতুর্থ স্থানে রয়েছে শমিত প্যাটেল। তিনি টি২০ ব্লাস্ট -এ এই ম্যাচগুলি খেলেছেন। ১৮৫টি ম্যাচ খেলে পঞ্চম স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডারসের অধিনায়ক দীনেশ কার্তিক।