২১ অক্টোবর মুক্তি পাচ্ছে গুলদস্তা-তিন নারীর গল্প


credit:swastika fb 


এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিলো স্বস্তিকা, অর্পিতা এবং দেবযাণী অভিনীত নারী কেন্দ্রীক ছবি ‘গুলদস্তা’। কিন্তু করোনা সব থমকে দেয়। তবে অপেক্ষার অবসান হতে চলেছে ২১ অক্টোবর। গুলদস্তা মুক্তিপাবে এইদিন। স্যোসাল মিডিয়ায় স্বস্তিকা জানিয়েছে একথা। 



পরনে সিন্থেটিক শাড়ি, হাতে ঝোলা ব্যাগ ও কাঁচের লাল চুড়ি, মাথায় কাঁচাপাকা চুল। ‘গুলদস্তা’ নামের একটি ছবিতে এমন লুকেই ধরা দেবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। এই ছবিতে একজন সেলস গার্ল এর ভূমিকায় দেখা যাবে। তার চরিত্রটির নাম ডলি বাগরি।


‘গুলদস্তা’-এর পরিচালক অর্জুন দত্ত। এই ছবিতে তিনজন নারীর গল্প ফুটে উঠবে। তাদের একজন অর্পিতা চট্টোপাধ্যায়। তাকে এক শান্ত ও মিষ্টি স্বভাবের গৃহবধূর ভুমিকায় দেখা যাবে। তার স্বামী অর্ণবের চরিত্রে রয়েছেন ইশান মজুমদার। এই প্রথম একসঙ্গে অর্পিতা ও ইশান।ছবির তৃতীয় নারী চরিত্র রেণু। এই চরিত্রে রয়েছেন দেবযানী চট্টোপাধ্যায়। তিনিও এক সাধারণ গৃহবধূর ভূমিকায়। তার স্বামীর চরিত্রে আছেন অভিজিৎ গুহ। 

তিনজন নারীর জীবনে তিন রকম সমাজের প্রতিচ্ছ্ববি যেমন একদিকে ফুটে উঠবে, অন্যদিকে বোঝা যাবে তিনজন নারীর জীবনদর্শনও।

ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই ছবির গান- আসুন দেখে নেই-