Latest News

6/recent/ticker-posts

Ad Code

দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস লোক প্রসার শিল্পী মঞ্চের আগমনী বরণে সৌহার্দ্য প্রভাত ফেরি

দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস লোক প্রসার শিল্পী মঞ্চের আগমনী বরণে সৌহার্দ্য প্রভাত ফেরি



সুজাতা ঘোষ বাগডোগরা :

'ধর্ম যার যার উৎসব সবার'-  এই শ্লোগানকে সামনে রেখে আজ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস লোক প্রসার শিল্পী মঞ্চ কর্তৃক আয়োজিত ' আগমনী বরণে সৌহার্দ্য প্রভাত ফেরি ' নামক অর্থাৎ মা-কে বরণের উদ্দেশ্যে একটি প্রভাত ফেরি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এদিন মেয়েরা লাল পাড় সাদা শাড়ি পড়ে বরণডালা হাতে নিয়ে এবং ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে ধুনুচি নিয়ে সকাল সাতটায় বাঘাযতীন পার্ক থেকে শুরু করে শিলিগুড়ির রাজপথ‌‌জুড়ে বিভিন্ন এলাকা পদযাত্রা করেন।

এদিনের প্রভাত ফেরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সুস্মিতা সেনগুপ্ত, দার্জিলিং জেলার সভাপতি রঞ্জন সরকার,পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গৌতম দেব , এস.জে.ডি.এ নান্টু পাল , শিলিগুড়ি ২ নং টাউন ব্লক সভাপতি দুলাল দত্ত সহ অন্যান্যরা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code