পরিবর্তন হচ্ছে মোটর ভেহিকেলের বেশ কিছু নিয়ম, চালু হচ্ছে আজ থেকেই, জানুন বিস্তারিত 




আজ থেকে বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম। যেমন পরিবর্তন হচ্ছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড এর নিয়ম তেমনি পরিবর্তন হচ্ছে গাড়িরও বেশ কিছু নিয়ম। আজকাল গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে ট্রাফিক পুলিশের হয়রানির শিকার হতে হয়, কখনও কখনও সব কাগজপত্র ঠিকঠাক থাকা সত্ত্বেও অনেক সময়েই চালককে হেনস্থা করা হয়। কেউ চালককে জোর করে যাতে কেস দিতে না পারে তা নিশ্চিত করতেই এবার নতুন নিয়ম চালু হচ্ছে আজ থেকে। জোর করে কেস দিলেও যাতে পরে সেই কেসকে চ্যালেঞ্জ করার সুযোগ থাকে।


মোটর ভেহিকেলের নতুন নিয়ম কানুন: 

  • গাড়ি নিয়ে রাস্তায় বোরলে চালককে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। 
  • চালকের আসনে থাকলে শুধুমাত্র গন্তব্যে নির্ধারণের জন্যই মোবাইল ফোন ব্যবহার করা যাবে। 
  • সরকারি পোর্টালেই থাকবে চালকের যাবতীয় গাড়ি সংক্রান্ত নথি। 
  • বেআইনি কিছু ঘটলে ডিজিটালি বাজেয়াপ্ত হবে ড্রাইভিং লাইসেন্স। 
  • যদি এমন কোনও ঘটনা ঘটে যাতে চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে হবে, তা হলে কর্তৃপক্ষ ওই ড্রাইভিং লাইসেন্স বাতিল করার আবেদন ওয়েবসাইটে আপলোড করে দিলেই হবে। ওয়েবসাইটে সেই তথ্য আপডেট হয়ে যাবে। 
  • চালক ট্রাফিক আইনভঙ্গ করলে সে ব্যাপারে তথ্য ইলেকট্রনিক ব্যবস্থায় নথিভুক্ত হয়ে যাবে। 
  • কর্তৃপক্ষ চাইলে কোনও চালকের ধারাবাহিক আচরণ বিশ্লেষণ করে দেখতে পারবে। 
  • চালকের নথি নথিভুক্তের পাশাপাশি কর্তব্যরত ট্রাফিক পুলিশ চালককেও তাঁর নাম ও পরিচয়ও পোর্টালে আপডেট হয়ে যাবে।