নতুন বছরের শুরুতেই করোনা ভাইরাসের একাধিক ভ্যাকসিন আসবে, আশাবাদী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 




এখনও ভারতে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। এদিকে সামনে উৎসবের মরশুম। আর তারপর করোনা আরও বেড়ে যাতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এমন পরিস্থিতিতে আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। নতুন বছরের শুরুতেই আসছে একাধিক ভ্যাকসিন, আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের। 

তিনি জানিয়েছেন, নতুন বছরের শুরুতেই করোনা ভাইরাসের একাধিক ভ্যাকসিন আসবে। করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসেন তিনি। শুধু ভ্যাকসিন আসাই নয়, কীভাবে তা সারা দেশের মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে, বিশেষজ্ঞ কমিটি তার রূপরেখাও তৈরি করছে বলেও জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আশার বানী শোনালেও অশনিসংকেত দিয়েছে নীতি আয়োগ। নীতি আয়োগের সদস্য ভিকে পলের আশঙ্কা সামনে শীত বাড়তে পারে করোনা। তিনি বলেন, বলেছেন, স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন করার ক্ষেত্রে আমাদের আরও সতর্ক থাকতে হবে। কেননা এটি শ্বাসজনিত ভাইরাস এবং বেশিরভাগ শ্বাসজনিত ভাইরাসই শীতের সময় মাথাচাড়া দেয়। সুতরাং আমাদের ব্যবহার, আচরণে বদল আনা জরুরি, মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে।

এদিকে, ভ্যাকসিন না আসা পর্যন্ত করোনা নিয়ে কোনও ঢিলেমি দেখানো চলবে না বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।