Latest News

6/recent/ticker-posts

Ad Code

মানিকলাল ফাউন্ডেশনের উদ্যোগে পীরচকে বস্ত্র বিতরণ



মানিকলাল ফাউন্ডেশনের উদ্যোগে পীরচকে বস্ত্র বিতরণ


নিজস্ব সংবাদদাতা, শচীন পাল 

জঙ্গলমহলের মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো মানিকলাল দাস মেমোরিয়াল ফাউন্ডেশন। বৃহস্পতিবার শালবনী ব্লকের পিছিয়ে থাকা গ্রাম পীরচকে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা সমস্ত পরিবারের নারী, পুরুষ ও শিশুদের হাতে শারদীয়ার উপহার হিসেবে তুলে দেওয়া হলো নতুন পোশাক। 



পাশাপাশি সবার হাতে হাতে মাস্ক তুলে দেওয়া হয়। এছাড়াও ছোট ছোট মেয়ে ও কিশোরীদের হাতে টিপ,হেয়ারব‍্যান্ড,ক্লিপ,চুড়ি,কানের দুলের মতো প্রসাধন সামগ্রীও তুলে দেওয়া হয়। পূজার মুখে শারদীয়ার উপহার পেয়ে খুশি গ্রামবাসীরা। 


এদিনের কর্মসূচির উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক নকুল মন্ডল,অমিত দত্ত,কৌশিক সাহা, অনির্বাণ সাঁতরা, সঞ্জয় বিশ্বাস সন্তু চালক প্রমুখ। নকুল মন্ডল জানান,এই গ্রামে তাঁরা লকডাউনের সময়ে খাদ‍্য সামগ্রী নিয়ে এসেছিলেন আর এদিন শারদীয়ার উপহার পৌঁছে দিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code