Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিসর্জন ঘাট পরিদর্শনে ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং


বিসর্জন ঘাট পরিদর্শনে ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং

কাজল দে, সংবাদ একলব্য:


শুক্রবার সকালে ধুপগুড়ি পৌর পুরো এলকার 1 নম্বর ওয়ার্ডের গিলান্ডি নদির বিসর্জন ঘাটে গতবারের ন্যায় এবারও প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছে ধুপগুড়ি পৌরসভার পক্ষ থেকে । এবছর করোনা অতিমাড়ির কারণে সমস্ত রকম সরকারি নির্দেশিকা কে মেনে বিসর্জন হবে বলে জানানো হয়েছে । এদিন বিসর্জন ঘাট পরিদর্শনে আসেন পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং সহ-ধুপগুড়ি থানার আইসি সুবীর কর্মকার।



   পুরসভার ভাইস-চেয়ারম্যান রাজকুমার সিং বলেন ধুপগুরি পৌর এলাকার প্রায় প্রতিটি প্রতিমা এখানে বিসর্জন করা হয় কিন্তু এবার যেহেতু করোনা মহামারীর জন্য সরকারি নানা নির্দেশিকা রয়েছে তাই আমরা এবার জনগণকে মাইক এর মাধ্যমে সচেতন করার চেষ্টা করছি এছাড়াও থাকছে পুলিশ ক্যাম্প, টয়লেট ও হাসপাতালের ব্যবস্থা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code