Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাম কংগ্রেস ওয়েলফেয়ার যৌথ মঞ্চের বিশেষ কর্মীসভা ও আঞ্চলিক কমিটি গঠন


বাম কংগ্রেস ওয়েলফেয়ার যৌথ মঞ্চের বিশেষ কর্মীসভা ও আঞ্চলিক কমিটি গঠন



নিজস্ব সংবাদদাতা, গিতালদহ: 


আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে প্রচারে নেমেছে শাসক দল সহ একাধিক বিরোধী দল। সেই ধারা থেকে বাদ পড়েনি বাম কংগ্রেস ওয়েলফেয়ার যৌথ জোট। নির্বাচনকে লক্ষ্য করে তারাও প্রচারের কাজে আগাম পা বাড়িয়েছে। আর সেই উপলক্ষে আজ সিতাই বিধানসভার গিতালদহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো যৌথ মঞ্চের বিশেষ কর্মীসভা ও আঞ্চলিক কমিটি গঠন।



এদিনের সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক কেশব রায়, ওয়েলফেয়ার পার্টির কোচবিহার জেলার সভাপতি আমিনাল হক, জেলা সম্পাদক সামিম আখতার ও সিপিআইএম এর নেত্তৃতবর্গ। এদিনের আলোচনা সভায় বক্তারা শুরু থেকেই একাধিক বাক্য বানে বিদ্ধ করেন বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকারকে। সভায় উঠে আসে কৃষি বিল সহ একাধিক ইস্যু। 



শুধু কেন্দ্র সরকারকে নয় তাদের কথায় উঠে আসে রাজ্যের শাসক দলের একাধিক দুর্নীতি ও স্বজন পোষণের কথা, রাজ্যের বেকার সমস্যার কথা। আলোচনা সভা শেষে নেতৃত্ব দের দ্বারা গিতালদহ ১ ও ২ নং আঞ্চলিক কমিটি গঠন করা হয়। সব মিলিয়ে আগামী বিধানসভা নির্বাচনে এই যৌত মঞ্চ যে বাংলার রাজনীতিতে বেশ প্রভাব বিস্তার করতে প্রস্তুত তার একটা সুস্পষ্ট বার্তা আজকের সভা থেকে তুলে ধরা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code