Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাম-কংগ্রেস এবং ওয়েলফেয়ার পার্টির যৌথ মঞ্চের বিশেষ কনভেনশন ও হাসরাথ কাণ্ডের প্রতিবাদে মিছিল



বাম-কংগ্রেস এবং ওয়েলফেয়ার পার্টির যৌথ মঞ্চের বিশেষ কনভেনশন ও হাসরাথ কাণ্ডের প্রতিবাদে মিছিল 




আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ দিনহাটা বিধানসভা কেন্দ্র তথা দিনহাটা ২নং ব্লকে বাম-কংগ্রেস এবং ওয়েলফেয়ার পার্টির যৌথ মন্চের বিশেষ কনভেনশন অনুষ্ঠিত হল। 


কনভেনশনের পরেই সাহেবগঞ্জ এলাকায় উত্তর প্রদেশের হাসরাথ কান্ডের প্রতিবাদে এবং কেন্দ্রে সরকারের পাশ করা কৃষিবিলের বিরোধিতা করে একটি মিছিল অনুষ্ঠিত হয়।


এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন CPIM জেলা নেতা তথা প্রাক্তন সাংসদ শ্রী তারিনি রায়,তাছাড়াও উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া কোচবিহার জেলা সভাপতি আমিনাল হক , ফরোয়ার্ড ব্লকের রাজ্য নেতা আব্দুর রউফ এবং জাতীয় কংগ্রেসের জেলা নেতা তথা প্রাক্তন বিধায়ক শ্রী কেশব রায় এবং আরও অনেকে।


উল্লেখ্য, উত্তরপ্রদেশের হাসরাথে ১৯ বছরের যুবতীকে ধর্ষণ ও মৃত্যুর প্রতিবাদে উত্তাল সারা দেশ। বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারন মানুষ সকলেই ধর্ষকদের শাস্তির দাবি চেয়ে পথে নেমেছে। উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, এমনকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিও তুলেছেন অনেকে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code