সপ্তমীতে আকাশের মুখ ভার কোচবিহারে


সপ্তমীতে আকাশের মুখ ভার কোচবিহারে




আজ মহাসপ্তমী, সপ্তমীতে দেবীর পুজো আরম্ভ হয়ে গেছে l সম্পূর্ণ করোনা বিধি নিষেধ মেনেই চলছে ক্লাবে ক্লাবে পুজো l


করোনা পুজোর আনন্দে ভাটা আনলেও ষষ্ঠী থেকেই পায়ে হেটে সামাজিক দূরত্ব মেনে নো এন্ট্রি জোন বাইরে থেকেই প্রতিমা দর্শনে মেতেছে আমজনতা l


একে তো করোনা তার উপরে আলিপুর আবহাওয়া দপ্তরের আগাম বার্তা দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা l বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের দারুন পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে l ফলে একপ্রকার চিন্তা বাঙালির কপালে। 


এদিকে সপ্তমীর সকাল থেকেই কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মুখ ভার করে রয়েছে l উত্তরবঙ্গের জেলা গুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবরl

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ