IPL 2020: পয়েন্ট টেবিলে কোন দল কোথায়, জেনে নিন এক নজরে
করোনা সংক্রমণের জেরে এবছরের আইপিএল -এর আসর ভারতে না বসে বসেছে আরব আমিরশাহীতে। দুবাই, শারজা, আবুধাবির মাঠে আইপিএল খেলা চলছে দর্শক শূন্য মাঠে। তবে, ঘরে বসে অনায়াসে টেলিভিশন কিংবা মোবাইলেই আইপিএল ২০২০ এর ম্যাচ দেখছে ক্রিকেট প্রেমীরা। আজ ৩৩ তম ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং ৩৪ তম ম্যাচে মুখোমুখি হবে দিল্লী ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। তাঁর আগে পয়েন্ট টেবিলে কোন দল কোথায় দাঁড়িয়ে জেনে নেওয়া যাক।
আইপিএল ২০২০- এ এ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৮টি ম্যাচ খেলে ৬টি-তে জয় ছিনিয়ে নিয়ে ১২ পয়েন্ট মুম্বাইয়ের। এরপরেই রয়েছে দিল্লী ক্যাপিটালস। ৮টি ম্যাচ খেলে ২টি হেরে ৬টি জয় লাভ করে ১২ পয়েন্ট দিল্লী ক্যাপিটালসের। রান রেটের দিক থেকে এগিয়ে মুম্বাই তাই পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। মুম্বাইয়ের রান রেট +১.৩৫৩ অন্যদিকে দিল্লীর রান রেট +০.৯৯০। তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গলোর। ৮টি ম্যাচ খেলে ব্যাঙ্গালোর সংগ্রহ করেছে ১০ পয়েন্ট। এরপরেই কলকাতা নাইট রাইডার্স। ৮টি ম্যাচ খেলে ৪টি তে জয়লাভ করে ৮ পয়েন্ট কলকাতার। এরপরে, পঞ্চম, ষষ্ট ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে সানরাইজার্স হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান র্য্যালস। প্রতিটি দলই ৮ টি করে ম্যাচ খেলে ৩টিতে করে জয় লাভ করে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। রান রেটের পঞ্চম, ষষ্ট ও সপ্তম স্থানে রয়েছে তাঁরা। পয়েন্ট টেবিলের শেষ স্থানে রয়েছে কিংস এলেভেন পাঞ্জাব। ৮টি ম্যাচ খেলে ২টি তে জয় লাভ করেছে পাঞ্জাব। পাঞ্জাবের পয়েন্ট ৪।
পয়েন্ট টেবিল-
Teams |
Mat |
Won |
Lost |
Tied |
NR |
Pts |
NRR |
Mumbai Indians |
8 |
6 |
2 |
0 |
0 |
12 |
+1.353 |
Delhi Capitals |
8 |
6 |
2 |
0 |
0 |
12 |
+0.990 |
Royal Challengers
Bangalore |
8 |
5 |
3 |
0 |
0 |
10 |
-0.139 |
Kolkata Knight
Riders |
8 |
4 |
4 |
0 |
0 |
8 |
-0.684 |
Sunrisers
Hyderabad |
8 |
3 |
5 |
0 |
0 |
6 |
+0.009 |
Chennai Super
Kings |
8 |
3 |
5 |
0 |
0 |
6 |
-0.390 |
Rajasthan Royals |
8 |
3 |
5 |
0 |
0 |
6 |
-0.844 |
Kings XI Punjab |
8 |
2 |
6 |
0 |
0 |
4 |
-0.295 |
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊