ব্যাটিং- বোলিং এর দুর্দান্ত দাপটে কলকাতাকে হারাল ব্যাঙ্গালোর




আইপিএল-২০২০ এ আরব আমিরশাহীর শারজা স্টেডিয়ামে ২৮ তম ম্যাচে আজ মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। শারজার ছোট মাঠে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। 



প্রথম ব্যাট করতে নেমে কিছুটা যেন চাপমুক্ত হয়ে ব্যাটিং করতে দেখা যায় দেবদূত পাড়িক্কল–অ্যারন ফিঞ্চ জুটিকে। এরপরেই এবি ডি’‌ভিলিয়ার্স কার্যত উড়িয়েই দেয় কলকাতার বোলিং লাইন আপকে। তাঁর দুরন্ত ইংনিস ব্যাঙ্গালোরকে বিরাট রানের স্কোর খাড়া করতে সাহায্য করে। এদিন ব্যাঙ্গালোরের হয়ে ফিন্স ৪টি চার ও ১টি ছয়ে সাজিয়ে ৩৭ বলে ৪৭ রান তোলেন। পাড়িক্কল ২৩ বলে ৩২ ও বিরাট কোহলি ২৮ বলে ৩৩ রান করেন। এদিনের ব্যাটে যাদু দেখিয়ে ৫টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারিতে নিজের ইনিংস সাজিয়ে ৩৩ বলে দুর্দান্ত ৭৩ রানের ইনিংস খেলেন এবি ডি’‌ভিলিয়ার্স। ব্যাটসম্যানদের দাপটে ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৪ রানের স্কোর গড়ে ব্যাঙ্গালোর।



জবাবে ব্যাট করতে নেমে কলকাতা কার্যত ব্যাঙ্গালোর বোলিং লাইন আপের কাছেও দুরমুশ হয়ে গেলো। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান তোলে কলকাতা। কলকাতার হয়ে গিল ২৫ বলে ৩৪, রাসেল ও ত্রিপাঠি ১৬ রান করে সংগ্রহ করে। বাকিরা আর কেউই রানে দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি। এদিনও ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক দীনেস কার্তিক। গত ম্যাচে ফর্মে ফিরছে বলে মনে হলেও এদিন ২রানে ব্যাটের কানায় বল লেগে ষ্ট্যাম্প আউট হয়ে যায় দীনেশ। 



ব্যাঙ্গালোরের কাছে ৮২ রানে হেরে যায় কলকাতা। এদিন ,ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এল বিরাটে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর ৭টি ম্যাচ খেলে ৫টি জিতে ১০ পয়েন্ট সংগ্রহ করে। অন্যদিকে ম্যাচ হেরে ৭টি ম্যাচ খেলে ৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। এদিনের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হন এবি ডি’‌ভিলিয়ার্স।