পথশ্রী প্রকল্পে ৬ কিমি রাস্তার কাজের শুভ সূচনা হল ওকড়াবাড়ীতে 



সংবাদ একলব্যঃ 

করোনা আবহেই দীর্ঘ আট মাস বাদে কয়েকদিন আগেই উত্তরবঙ্গ সফরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে উত্তরবঙ্গ সফরে এসে দুদিন ব্যাপী উত্তরবঙ্গের জেলা গুলির আধিকারিকদের সাথে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বেশ কিছু প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। প্রকল্প গুলির মধ্যে একটি অন্যতম প্রকল্প পথশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যে ১২০০০ কিমি পথ সংস্কার করার পরিকল্পনা নেয় রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে ব্লকে শুরু হয়ে গিয়েছে এই প্রকল্পের কাজ। রবিবার এই প্রকল্পের শুভ সূচনা হয় সীমান্তবর্তী শহর দিনহাটার ওকড়াবাড়ী অঞ্চলেও। 




আমাদের খবরে একাধিকবার উঠে আসা ওকড়াবাড়ী বাজার থেকে পঞ্চাধ্বজী হয়ে বিএসএফ ক্যাম্প যাওয়ার বেহাল রাস্তা ঠাই পেলো পথশ্রী প্রকল্পে। ওকড়াবাড়ী বাজার থেকে চৌমাথা পর্যন্ত পাকা রাস্তা বাকি পুরো রাস্তাটা বেহাল, পথশ্রী প্রকল্পের আওতায় এই রাস্তা সংস্কার হতে চলেছে। রবিবার, সেই রাস্তার সংস্কারের উদ্বোধন হল। এদিন, তৃণমূল নেতা নুর আলম হক ফিতা কেটে এই রাস্তার কাজের সূচনা করেন। পশ্চিমবঙ্গ সরকারের 'পথশ্রী অভিযান' প্রকল্পে ওকড়াবাড়ী চৌমাথা হইতে পঞ্চাধ্বজী নতুন বাজার পর্যন্ত ৬ কি.মি G.S.B রাস্তা হবে বলে জানা গেছে অঞ্চল সূত্রে। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ওকড়াবাড়ী অঞ্চলের প্রধান রেনুকা বিবি সহ অঞ্চলের অন্যান্য নেতৃত্ব।