মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় নির্মাণের কয়েকদিনের মধ্যে নবনির্মিত কংক্রিট নিকাশি নালা ভেঙে পড়ায় এলাকাবাসী তুমুল ক্ষোভে ফেটে পড়েন 



রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :

দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল থাকায় তা মেরামত শুরু হওয়ার পাশাপাশি এলাকার জল নিকাশের জন্য তৈরি হওয়া কংক্রিট নিকাশি নালা কয়েকদিনের মধ্যেই হুরমুড়িয়ে ভেঙে পড়ায় শনিবার দয়ানগর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 


স্থানীয় সূত্রে জানা যায়  মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির অধীন ভগবানগোলা তিন নম্বর পঞ্চায়েতের দয়ানগর এলাকা থেকে সাহেবনগর যাওয়ার কয়েকশো মিটার রাস্তার অবস্থা বেহাল থাকায় সপ্তাহ খানেক আগে নতুন রাস্তা তৈরির কাজ শুরু হয়।সেই কাজ সমাপ্ত হওয়ার আগেই  নির্মীয়মান রাস্তার পাশের নিকাশি নালা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। 

এতে মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে ওই রাস্তা ও তার সংলগ্ন নিকাশি নালা দায়সারা ভাবে শুরু করায় এই পরিণতি বলে এলাকাবাসী জানান।ইঞ্জিনিয়ার সহ অন্যান্যদের ঘাড়ে দায় চাপিয়ে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ যাবতীয় ভিত্তিহীন বলে জানান ভগবানগোলা ১ নম্বর পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ।