ভারতে চালু হল প্রথম সমুদ্র উড়োজাহাজ
গুজরাটের আমেদাবাদ সবর মতি রিভার ফ্রন্ট ও নর্মদা জেলার কেভাদিয়ার স্ট্যাচু অফ ইউনিটের মধ্যে প্রথম সী প্লেন অভ্যন্তরীণ যোগাযোগ আরম্ভ হল। দেশের পর্যটনে যা এক নতুন দিশা হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
১৪৫ তম সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম দিনে একতা দিবসে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি এর শুভ সূচনা করেন। এই সী প্লেন কানাডার যন্ত্রাংশ দিয়ে নির্মিত হয়েছে।যাত্রীরা কেবল মাত্র ১৫০০ টাকা দিয়ে অনলাইন বুকিং করে ৩০০ কিলোমিটার পাড়ি দেওয়ার আনন্দ উপভোগ করতে পারবে।
স্ট্যাচু অফ ইউনিটিতে শ্রদ্ধা জ্ঞাপনের পর প্রধানমন্ত্রী বলেন, সি-প্লেন ভারতের পর্যটন শিল্পকে নতুন দিশা দেখাবে। দেশের পর্যটন মানচিত্রে এই সি-প্লেন নতুন জায়গা করে নেবে। এবার থেকে পর্যটকদের কাছে গুজরাত আরো বেশি করে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
পাশাপাশি এদিন তিনি কেডিয়ায় সর্দার প্যাটেল জুলজিক্যাল পার্ক, শ্রেষ্ঠ ভারত ভবন থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত একতা ক্রুজ সার্ভিস উদ্বোধন করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊