টার্গেট ২১, নভেম্বরেই রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 


সামনেই বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের আগে সংগঠনকে চাঙা করতে জোর দিয়েছে বিজেপি। কিছুদিন আগেই উত্তরবঙ্গ সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার নভেম্বরের প্রথমেই রাজ্যে আসার কথা অমিত শাহের। নভেম্বরের ৫ ও ৬ তারিখ দলীয় বৈঠক করার কথা তাঁর। 


সংগঠন গুছিয়ে নিতে কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা বাড়ছে রাজ্যে। একুশে বাংলা দখলের লক্ষ্যে চলছে রণনীতি তৈরির কাজ। জানা যাচ্ছে, ৫ নভেম্বর মেদিনীপুর ও রাঢ়বঙ্গ জোনের ও ৬ নভেম্বর কলকাতা ও নবদ্বীপ জোনের নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক। তবে কোনও জনসভা করবেন তিনি বলেই খবর। 



বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার জানান, কোনও জনসভা হবে না। দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। ৫ নভেম্বর রাঢ়বঙ্গ, হাওড়া, হুগলি জোনে সঙ্গে বসবেন বাঁকুড়ায়। কলকাতায় ৬ নভেম্বর কলকাতা ও নবদ্বীপ জোনের বৈঠক।