করদাতাদের জন্য সুখবর! ফের বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা
করোনা সংক্রমণের জেরে বেহাল দেশের আর্থিক অবস্থা। মে মাস থেকে সংক্রমণ রুখতে দেশ জুড়ে চাল হয় লক ডাউন। লক ডাউনের আবহে বন্ধ ছিল সকল কাজকর্ম। সেই থেকে এখনও করোনার বিরুদ্ধে লড়াই অব্যাহত। যদিও,লক ডাউন থেকে বেড়িয়ে ধীরে ধীরে সচল হচ্ছে দেশ। করোনা আবহের কথা মাথায় রেখে এর আগেও আয়কর রিটার্নের সময়সীমা বাড়ানো হয়েছিল। এবার ফের একবার বাড়ানো হল সেই সময় সীমা।
২০১৮–১৯ আর্থিক বছরের আয়কর জমা দেওয়ার সময়সীমা তিনবার বাড়িয়েছিল কেন্দ্র। যার শেষ তারিখ ছিল ৩০শে সেপ্টেম্বর। আগেই ২০১৯- ২০ অর্থবর্ষে আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর করে দিয়েছিল সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স। এবার তা বাড়িয়ে করা হল ৩১ ডিসেম্বর। কিছু কিছু ক্ষেত্রে সেই সময় আরও বাড়িয়ে ৩১ জানুয়ারি, ২০২১ করে দেওয়াও হয়েছে।
শনিবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স এর পক্ষ থেকে। ২০১৯–২০ আর্থিক বছর এবং ২০২০–২১ অ্যাসেসমেন্ট বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২০ করা হল। নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছে আয়কর বিভাগ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊