• সাধারণত আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ৩১শে মার্চ। 
  • প্রথমে ৩০ জুন, পরে ২১ জুলাই তারপর তা করা হয় ৩০ সেপ্টেম্বর। 
  • এবার করা হল ৩০শে সেপ্টেম্বর ।  


ফের বাড়ল আয়কর জমা দেওয়ার সময় 




করোনা সংক্রমণের জেরে ফের বাড়ল আয়কর জমা দেওয়ার সময়। ২০১৯-২০ অর্থবর্ষে ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে দু'মাস পিছিয়ে ৩০ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে আয়কর। ইতিমধ্যেই চারবার বাড়ানো হয়েছে আয়কর জমা দেওয়ার সময়। ইনকাম ট্যাক্স অফ ইন্ডিয়া ডিপার্টমেন্টের তরফে টুইট করে একথা জানানো হয়েছে। 



সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস -র তরফে জানানো হয়েছে, অতিমারীর জেরে চরম সমস্যায় পড়েছেন করদাতারা। যার জন্যই আরও একবার আয়কর জমা দেওয়ার তারিখ ৩০ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ৩০ নভেম্বর স্থির করা হল। 



সাধারণত আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ৩১শে মার্চ। কিন্তু ২০১৯-২০২০ অর্থবর্ষে করোনা মহামারীর জেরে একে একে চারবার পিছিয়ে দেওয়া হল সেই তারিখ। প্রথমে ৩০ জুন, পরে ২১ জুলাই তারপর তা করা হয় ৩০ সেপ্টেম্বর। এবার ফের আরও একবার করোনা সঙ্কটের কারণে ৩০ সেপ্টেম্বরের তারিখ পিছিয়ে ৩০ নভেম্বর ধার্য করা হল।