IIT-র প্রবেশিকা পরীক্ষা বা JEE Advanced পরীক্ষার্থীদের জন্য সুখবর



IIT-র প্রবেশিকা পরীক্ষা বা JEE Advanced পরীক্ষার্থীদের জন্য সুখবর




এবছর মার্চ থেকে করোনা সংক্রমণের ভয়ে একের পর এক বাতিল হয়ে গিয়েছে নয়তো পিছিয়ে গিয়েছে। সেই তালিকার অন্তর্ভুক্ত ছিল JEE ADVANCED পরীক্ষাও। অবশেষে, গত মাসেই সারা দেশে JEE ADVANCED পরীক্ষা হয়। পরীক্ষা হলেও করোনা সংক্রমণের কারণে বহু পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারেনি, এবার তাঁদের জন‍্য সুখবর শোনালো JAB । 



করোনা আবহে যে সমস্ত পরীক্ষার্থী চলতি বছরে JEE ADVANCED-এ বসতে পারেননি, তাঁর ফের একবার এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন, মঙ্গলবার এমনটাই জানালো জয়েন্ট অ্যাডমিশন বোর্ড। তবে, আলাদা করে কোনো পরীক্ষা হচ্ছে না। আগামী বছর পরীক্ষার্থীরা সরাসরি JEE ADVANCED পরীক্ষায় বসতে পারবে। 



এদিন জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের তরফ থেকে জরুরি ভিত্তিতে বৈঠক করে এই সিদ্ধান্ত ঘোষনা করা হয়েছে।


সাধারন IIT প্রবেশিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা দু-বার বসতে পারে। তবে, করোনার জেরে যারা এবছর পরীক্ষায় বসতে পারেনি তারাও আগামীবছর ফের বসতে পারবে বলে জানা গেছে। পাশাপাশি,JEE ADVANCED এ বসার আগে JEE MAINS এ বসতে হবে না পরীক্ষার্থীদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ