কংগ্রেস ও বিজেপি দুটি দলেই আমাদের দেশকে লুটছে - আপ
কংগ্রেস ও বিজেপি দুই রাজনৈতিক দলকেই তীব্রভাবে আক্রমণ আম আদমি পার্টির। কংগ্রেস ও বিজেপি দুটি দলই দুর্নীতিগ্রস্ত, দেশকে লুটেছে, মঙ্গলবার টুইট করে এমনি অভিযোগ আপ এর। বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি ও কংগ্রেসকে এরুপ আক্রমণে জল্পনার তৈরি হয়েছে।
দিল্লীর শাসকদল আপ এর টুইটার হ্যান্ডেলে বিজেপি ও কংগ্রেসের তুমুল সমালোচনা করে। একটি টুইট-এ আপ এর তরফে কটাক্ষ করে টুইটে বলে, ‘কংগ্রেস আমাদের দেশকে লুটছিল। এরপর বিজেপি এসে বলল, এটা আমরা করে নিচ্ছি ততক্ষণ তোমরা স্বপ্নের একাদশ তৈরি করো।’
এদিকে সোমবার দিল্লির যন্তরমন্তরে পাঞ্জাবের আপ নেতা-কর্মীদের একটি প্রতিবাদ সভায় যোগ দিয়ে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশের প্রধান দুটি দল বিজেপি ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। পাশাপাশি, কেন্দ্রের নতুনয়কৃষি বিল নিয়েও তুমুল সমালোচনা করেন। এই তিনটি আইন অবিলম্বে বাতিল করার দাবি জানান।
এপ্রসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করে কেজরিওয়াল বলেন, ‘য এই বিলটি যখন তৈরি হচ্ছিল তখন জাতীয় পার্টির এক নেতা ওই কমিটি ছিলেন এবং তিনি এই বিলটি বানানোর জন্য বিজেপিকে অভিনন্দনও জানান। কিন্তু, পরে বিলটি যখন পাশ হয়ে যায় তখন তারা প্রতিবাদ করছে। মানুষ কি বোকা?’
Congress was looting our country, then BJP came and said...
— AAP (@AamAadmiParty) October 13, 2020
"Ye main kar leta hu, tab tak aap Dream-11 pe team banao"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊