রেস্তোরাঁ, সিনেমা হল, দোকান, মল সব খোলা শুধু পুজো বন্ধ: হাইকোর্টের রায় প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের 




করোনা আবহে দুর্গাপুজা নিয়ে রাজ‍্য সরকারের অনুমতি মিললেও অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে এবার পুজোয় অনেকটা পরিবর্তন হয়েছে। দর্শকশুন‍্য মণ্ডপ, নো এন্ট্রি বোর্ড লাগানো, মণ্ডপে শুধু ঢুকতে পারবেন নির্দিষ্ট সংখ‍্যক নির্দিষ্ট মানুষ সহ একাধিক নির্দেশিকা জারি করেছে আদালত। আর তারপরেই সেই রায়ের পুনর্বিবেচনার জন‍্য আদালতে আর্জি জানায় ফোরাম ফর দুর্গোৎসব। তাতেও, লাভ হয়নি। শুনানিতে সামান‍্য পরিবর্তন করে আগের রায়েই বহাল রাখে আদালত।



এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, আদালতের রায়ের ওপর আমরা সাধারণ মানুষ কিছু বলতে পারব না। বাঙালির উৎসব দুর্গাপুজো। আমরা সচেতন হয়ে দুর্গাপুজো কাটাব এটাই প্রথা।



তিনি আরও বলেন, প্রথমত, জীবনে অবসাদ চলে আসছে। বাচ্চারা বাইরে বেরোতে পারছে না। তাদের আনন্দের জায়গার দরকার। দ্বিতীয়ত, রেস্তোরাঁ, সিনেমা হল, দোকান, মল সব খোলা শুধু পুজো বন্ধ।