চলো কিছু লিখি পত্রিকার শারদ সংখ্যা‌ প্রকাশ অনুষ্ঠানে বিজ্ঞানী কনক সাহা

চলো কিছু লিখি পত্রিকার শারদ সংখ্যা‌ প্রকাশ অনুষ্ঠানে বিজ্ঞানী কনক সাহা


অরবিন্দ শর্মা, দিনহাটাঃ 

করোনা আবহে প্রকাশিত হলো চলো কিছু লিখি পত্রিকার অষ্টম বর্ষ শারদ সংখ্যা । সরকারি বিধিনিষেধ মনে পত্রিকা প্রকাশ হয়। পত্রিকার পক্ষ থেকে সংবর্ধনা জানায় ভারতের বিশিষ্ট বিজ্ঞানী শ্রী কনক সাহা,মাধ্যমিকে সপ্তম স্থান অধিকারী রিতম বর্মন, বিশিষ্ট লোককবি শ্রী পরেশ চন্দ্র সাহা।


এ ছাড়াও উপস্থিত ছিলেন কবি শুভাশিস দাস,ডাঃ উজ্জ্বল আচার্য্য, ডাঃ অজয় মন্ডল, শিক্ষক পল্লব কুমার সাহা, অধ্যাপিকা দীপ্তি রায় প্রমুখ।

প্রসঙ্গত পুনে ভিত্তিক ইন্টার -ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (আইইউসিএ) জানিয়েছে, ভারতের মাল্টি ওয়েভ স্যাটেলাইট অ্যাস্ট্রোস্যাট এ এই বিরল তরঙ্গ ধরা পড়েছে। আর যে দলটি এই রহস্য উন্মোচন করেছেন তাঁর নেতৃত্বে ছিলেন দিনহাটার ছেলে ভারতীয় বিজ্ঞানী কনক সাহা। এদিন তাঁর উপস্থিতি অনুষ্ঠানটিকে এক বিশেষ মাত্রা এনে দেয়।

পত্রিকা সম্পাদক অমিত রায় জানান- " সরকারি বিধিনিষেধ মেনে অনুষ্ঠান করা হয়। পত্রিকার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় ভারতের বিশিষ্ট বিজ্ঞানী শ্রী কনক সাহা,মাধ্যমিকে সপ্তম স্থান অধিকারী রিতম বর্মন এবং বিশিষ্ট লোককবি শ্রী পরেশ চন্দ্র সাহাকে।" 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ