আসুরিক শক্তির বিনাশ হোক, বাংলা নবশক্তির উন্মেষবিন্দু হিসাবে প্রতিষ্ঠা পাক- বিজয়ার শুভেচ্ছা রাজ্যপালের
আজ ঘরে ফিরবেন উমা। বিষাদের সুর বাংলাজুড়ে। আবার আসবে এক বছর পরে। রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব করোনা কালে অন্যরুপে পালিত হল। দুর্গোৎসবের শেষ দিন দশমী। বিষাদের মধ্যেই মাকে হাসি মুখে বিদায় জানাতে প্রস্তুত আম বাঙালি। দশমীর পুণ্য লগ্নে অসুভ শক্তির বিনাশের প্রার্থনা করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল।
টুইট করে এদিন রাজ্যপাল বিজয়ার শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ''প্রথমসেবক হিসেবে রাজ্যবাসীকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আসুরিক শক্তির বিনাশ হোক, বাংলা নবশক্তির উন্মেষবিন্দু হিসাবে প্রতিষ্ঠা পাক। মিথ্যাচার থেকে সত্যের পথ, ক্ষমতাপিপাসা থেকে সেবা, অনাচার থেকে সদাচার, অন্ধ মোহ থেকে মুক্তির পথে মা দুর্গা বাংলাকে নিয়ে যান, এই কামনা করি।''
অপর একটি টুইটে তিনি আরও লেখেন, "করোনার থাবামুক্ত বাংলায় আগামীর জয়ধ্বনি হোক, জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসুক দেশ —মহাশক্তির কাছে এই প্রার্থনা।মা মঙ্গল করুন, শান্তি ও স্বস্তি বিরাজমান করুন।''
করোনার থাবামুক্ত বাংলায় আগামীর জয়ধ্বনি হোক, জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসুক দেশ —মহাশক্তির কাছে এই প্রার্থনা।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 26, 2020
মা মঙ্গল করুন, শান্তি ও স্বস্তি বিরাজমান করুন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊