Latest News

6/recent/ticker-posts

Ad Code

সমুদ্র সৈকতে চাহালের হবু স্ত্রীর উদ্দাম নাচের ভিডিও ভাইরাল নেট পাড়ায়

 


সমুদ্র সৈকতে চাহালের হবু স্ত্রীর উদ্দাম নাচের ভিডিও ভাইরাল নেট পাড়ায় 


সমুদ্র সৈকতে উদ্দাম নাচ ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের হবু স্ত্রী ধনশ্রী বর্মার। যা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছে ধনশ্রী। তা এই মুহূর্তে ভাইরাল নেট পাড়ায়। 


বরাবরই শিরোনামে থাকতে পছন্দ করেন চাহাল। মাঠের ভিতরে দুরন্ত পারফরম্যান্স হোক বা মাঠের বাইরে সবেতেই পাওয়া যায় চাহালকে। কিন্তু এবার শিরোনামে তাঁর বান্ধবীও। আইপিএল-এর শুরুতে একাই লিগে যোগ দিতে আরবে উড়ে গেলেও লিগের মাঝেই হাজির হন বান্ধবী। একদিকে যেমন ব্যাঙ্গালুরুকে সাপোর্ট করছে অন্যদিকে চুটিয়ে ছুটিও কাটাচ্ছেন তিনি। 



সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে ধনশ্রীর সেই নাচের ভিডিও। টনি কক্করের একটি হিন্দি গানে সমুদ্র সৈকতে নাচেন ধনশ্রী। প্রশংসাও কুড়োচ্ছেন ভক্তদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code