বিতর্কে জড়িয়ে অবশেষে ইস্তফা দিলেন ভারতে ফেসবুকের পাবলিক পলিসি প্রধান আঁখি দাস
জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে ঘৃণা বিদ্বেষ ছড়ানো কনটেন্ট ব্লক করা বিতর্কের কেন্দ্রবিন্দু ভারতে সংস্থার পাবলিক পলিসি প্রধান আঁখি দাস ইস্তফা দিলেন। কিছুদিন আগেই ঘৃণা বিদ্বেষ ছড়ানো কনটেন্ট ব্লক করা নিয়ে প্রশ্নচিহ্নের সম্মুখীন হয়েছিল ফেসবুক। বিতর্কে জড়িয়েছিলেন ভারতে সংস্থার পাবলিক পলিসি প্রধান আঁখি দাস। দি ওয়াল স্ট্রিট জার্নাল ও টাইম ম্য়াগাজিন সহ বিদেশি মিডিয়াতে অভিযোগ তোলা হয়, ফেসবুক ও তাদের মেসেজ সার্ভিস অ্যাপ হোয়াটসঅ্যাপ বিজেপির লোকজনের পোস্ট করা কনটেন্টের ক্ষেত্রে ঘৃণাবিদ্বেষ ছড়ানো ভাষণ সংক্রান্ত বিধিনিয়ম প্রয়োগ করেনি। আরও দাবি করা হয়, সংস্থার এক এক্সিকিউটিভ, কোম্পানিকে বুঝিয়েছিলেন, বিজেপির লোকজনের পোস্ট করা কনটেন্টের ক্ষেত্রে নিয়মভঙ্গ হলে যদি ব্যবস্থা নেওয়া হয়, তবে ফেসবুকের ভারতে ব্যবসায়িক স্বার্থ মার খেতে পারে। ভারতে জোর বিতর্ক হয় এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই।
যদিও ফেসবুকের তরফে এক সংবাদ সংস্থাকে বিবৃতিতে বলা হয়েছে, জনসেবার প্রতি আগ্রহ আছে আঁখির। সে ব্যাপারেই নিজেকে নিয়োজিত করতে ফেসবুকের দায়িত্ব ছাড়লেন তিনি। ভারতে সবচেয়ে পুরানো কর্মীদের অন্যতম ছিলেন তিনি। গত ৯ বছর ধরে কোম্পানির সম্প্রসারণ ও তার পরিষেবা ছড়িয়ে দেওয়ায় বিরাট ভূমিকা পালন করেছিলেন তিনি। তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ, তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল। বিবৃতিটি প্রকাশ করেছেন ফেসবুকের ইন্ডিয়া ডিরেক্টর অজিত মোহন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊