অসহায় শিশুদের নতুন বস্ত্রদান দিনহাটার পরিচালক উদয়ন চক্রবর্তীর

 


অসহায়  শিশুদের নতুন বস্ত্রদান দিনহাটার পরিচালক উদয়ন চক্রবর্তীর


মহামারির প্রোকোপে ভেঙে পরেছে অর্থনীতি , অর্থের অভাবে দিনমজুর পরিবারের নুন আনতে পানতা ফুরোচ্ছে , তার মাঝেই আবার বাঙালীর বারো মাসে তেরো পার্বন ৷ দেবী দূর্গা আসছেন৷ ফুলের মত নিস্পাপ শিশুদের মনে পূজো মানেই নতুন জামা পরে বাবা মা এর হাত ধরে দেবী দর্শন করা , , রুজি রোজগার বন্ধ থাকার কারনে নিরুপায় দুস্থ পরিবারের বাবা মা এরা , সন্তানের মুখে মিস্টি হাসি কে দেখতে চায় না বলুন? 




শহর থেকে বেশ কিছুটা ধরে গ্রাম পাখিহাগা আম বাড়ি , সেখানে হঠাৎ ই নতুন জামা কাপড় নিয়ে পৌঁছে যান, দিনহাটার ফিল্মিটেক প্রডাকশন এর কর্নধার তথা পরিচালক উদয়ন চক্রবর্তী , বিতরন করেন প্রায় আশি জন ছোটো ছোটো দরিদ্র শিশুদের নতুন বস্ত্র , বস্ত্র পেয়ে ভীষন খুশি শিশুরা ও তার পরিবারের লোকজন৷ 



পরিচালক জানান, পূজোমানেই শিশুদের আনন্দ , নতুন বস্ত্র পরে দেবী দর্শন ও দুস্টমি , মহামারির কারনে দিনমজুর পরিবারের অবস্থা দূর্বিসহ ৷ যেখানে দুমোঠো খাবার জোগান এ হিমসিম খাচ্ছে পরিবারের মানুষজন, সেখানে নতুন বস্ত্র তো স্বপ্ন, তাই নিজের সাধ্যমত চেষ্টা করলাম পাশে দাডানোর , আপনাদের সহযোগিতা ও ভালোবাসা থাকলে পরবর্তীতে আরো কিছু করার চেষ্টা করব ৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ