কৃষি আইনের প্রতিবাদে দলত‍্যাগ বিজেপির সাধারণ সম্পাদকের




কৃষি আইনের প্রতিবাদে দলত‍্যাগ বিজেপির সাধারণ সম্পাদকের  


নতুন কৃষি বিল প্রকাশ‍্যে আসতে বিরোধীতা করে পদত‍্যাগ করেছেন মোদী মন্ত্রীসভার শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কৌর বাদল। তারপরেও, লোকসভায় পাশ হয়ে যায় বিল। কিছুদিন আগেই রাষ্ট্রপতির সম্মতিতে কৃষি বিল কৃষি আইনে পরিণত হয়েছে। যদিও, সারা দেশ জুড়ে কৃষি আইনের বিরোধীতায় সরব হয়েছে সকল বিরোধী দলের পাশাপাশি কৃষক সংগঠন গুলো তারপরেও বিলে স্বাক্ষর করে আইনে পরিনত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবার গেরুয়া শিবিরে কৃষি আইনের বিরোধীতায় ফের এক ধাক্কা। কৃষি আইনের প্রতিবাদে দল ছাড়লেন পাঞ্জাব বিজেপির সাধারণ সম্পাদক মালবিন্দর সিং কাং। 




শীর্ষ নেতৃত্বদের বিরুদ্ধে এক গুয়েমির অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি, তাঁর অভিযোগ দলের কোর কমিটির সদস্য হিসাবে বিল পাসের সময় তাঁর কথা শোনা হয়নি। এদিন তিনি বলেন, 'আমি কৃষকদের সমস্যার কথা তুলে ধরেছিলাম। বিল পাসের সময়ে দলের কোর কমিটির সদস্য হিসাবে আমার কথা গ্রাহ্য করা হয়নি। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমাকে পাকিস্তানি তকমা দেন।' কৃষকদের নিয়ে কথা বললে বিজেপি নেতারা এমনই কথা শোনান বলে জানান তিনি। 



ইস্তফাপত্র দেওয়ার পরে মালবিন্দর জানান, কৃষক, ভাগচাষি, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিক সংগঠনগুলি গণতান্ত্রিক পদ্ধতিতে কৃষি আইনের প্রতিবাদে লড়াই করছে। তিনি আরো জানান, এর আগে হরদীপ সিং পুরি চণ্ডীগড়ে আসলে তাঁকে কৃষকদের সমস্যার কথা জানালে সমস্যা সমাধানে কোনও সদিচ্ছা দেখাননি বা পরামর্শ শোনার মতো ধৈর্যও দেখাননি। মালবিন্দরের কটাক্ষ, 'বিজেপি নেতাদের স্বভাবই হল, নরেন্দ্র মোদী যেটা করবেন সেটাকেই সব সময়ে ঠিক বলা।' 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ