পুনরায় রেল পরিষেবা চালু সহ 5 দফা দাবিতে মালদা DRM এর মাধ্যমে রেলমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এর কাছে দাবি সনদ পেশ

পুনরায় রেল পরিষেবা চালু সহ 5 দফা দাবিতে মালদা DRM এর মাধ্যমে রেলমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এর কাছে দাবি সনদ পেশ 




উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চের মালদা জেলার পক্ষ থেকে আজ অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া 2 কোটি উত্তরবঙ্গ বাসীর জন্য পুনরায় রেল পরিষেবা চালু সহ 5দফা দাবিতে মালদা DRM সাহেবের মাধ্যমে রেলমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এর কাছে দাবি সনদ পাঠানো হল । উক্ত স্মারকলিপি প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার নন্দী, জেলা সভাপতি সঞ্জয় কুমার ঘোষ, সহ সভাপতি অমল কুমার রবিদাস, সাধারণ সম্পাদক নবেন্দু নারায়ন চৌধুরী সহ আরও অনেক কার্যকর্তা । 

ডেপুটেশন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখী হয়ে উত্তম কুমার নন্দী বলেন "রাজ্য ও কেন্দ্রীয় উভয় সরকারের দোষেই আজও রেল পরিষেবা শুরু হচ্ছে না, তাই জনগনের স্বার্থে আজকের এই ডেপুটেশন, যে 5টি দাবী জানানো হল সেগুলি হলও- 


1.উত্তরবঙ্গের মানুষের স্বার্থে অবিলম্বে রেল পরিসেবা চালু করতে হবে। 

2. প্রতিটি মেল ও এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত দুটি করে general কোচ যুক্ত করতে হবে  ।

3. টিকিটের কালোবাজারি বন্ধ করতে হবে।

4 . TTE ও RPF এর গুন্ডাগার্দি বন্ধ হোক।

5. প্রতিটি GENERAL কোচে পানীয় জল ই টয়লেট পরিষ্কার নিয়মিত করতে হবে।

এই পাঁচটি দাবি রেলমন্ত্রী যেন গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করেন , কারন পিছিয়ে পড়া মানুষের স্বার্থ কেউই দেখেনা, আর যদি দাবি পূরণে ব্যর্থ হয় তবে পূজার পরই বড় আন্দোলন হবে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ