পুজোয় অসহায় গরিব মানুষদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল কংগ্রেস 



সুজাতা ঘোষ , বাগডোগরা :


আর মাত্র পাঁচ থেকে ছয় দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা । আর পূজার মুখে নতুন উদ্যোগ কংগ্রেসের। করোনা আবহের জেরে দীর্ঘ লকডাউন, তারপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও টাকা নেই বহু মানুষের, তাই গোসাইপুর অঞ্চলের বিভিন্ন এলাকার অসহায় গরিব মানুষদের মুখে হাসি ফোটাতে জামাকাপড় তুলে দিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধানসভা কেন্দ্রের বিধায়ক শংকর মালাকার ।


গতকাল তিনি বলেন ' আমরা মাটিগাড়া-নকশালবাড়ির বিধানসভা কেন্দ্রের ১১ টি অঞ্চলের চার হাজার পরিবারের হাতে শাড়ি, ধুতি ও বাচ্চাদের জামা কাপড় তুলে দিয়েছি। প্রতিবছরই আমরা এই উদ্যোগ গ্রহণ করি কিন্তু এবছরের পরিস্থিতি বিচার করে এর পরিমাণ একটু বাড়িয়েছি এবং পরবর্তীতেও আমরা সাধারণ মানুষের কথা ভেবে আরো বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করব।


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শংকর মালাকার, ব্লক কংগ্রেসের সভাপতি অমিতাভ সরকার, গোসাইপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি কল্যাণ সিংহ সহ এই দলের অন্যান্য দলীয়কর্মীরা।