প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জরুরী পরিষেবা ফেরাতে জাতীয় সড়ক অবরোধ


মধুসূদন রায় , ময়নাগুড়ি :


চুরা ভান্ডার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জরুরী পরিষেবা ফেরাতে বৃহস্পতিবার জাতীয় সড়ক অবরোধ করলেন এলাকাবাসীরা। এদিন সকাল ১১ টা নাগাদ স্থানীয় মানুষজন উপস্থিত হয়ে ময়নাগুড়ি ধুপগুড়ি ২৭ নং জাতীয় সড়ক অবরোধ করেন। যার ফলে দীর্ঘক্ষণ ব্যাহত হয়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা। .



উল্লেখ্য বেশ কয়েকদিন আগে ওই স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক কর্মসূত্রে অন্যত্র বদলি হয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। যার ফলে চুরা ভান্ডার অঞ্চলসহ গ্রামীণ পার্শ্ববর্তী এলাকার রোগীরা হাসপাতালে এসে জরুরী পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাই এদিন এলাকাবাসীরা একত্রিত হয়ে পুনরায় ওই স্বাস্থ্যকেন্দ্রের জরুরী বিভাগ চালুর দাবিতে সরব হন। 



দীর্ঘ আধ ঘন্টা যাবত পথ অবরোধের দরুন বেশ খানিকটা সময় অচল হয়ে পড়ে ২৭ নং জাতীয় সড়কের হুসলুডাঙ্গা মোড় সংলগ্ন এলাকা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক ওসি মোস্তফা হোসেন। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করলে ফের যান চলাচল স্বাভাবিক হয়।