গুগলের বিরুদ্ধে দায়ের হল ঐতিহাসিক মামলা
তনজিৎ সাহা, কলকাতাঃ
গুগলের বিরুদ্ধে ঐতিহাসিক মামলা দায়ের হল আমেরিকায়। আমেরিকার 'ডিপার্টমেন্ট অফ জাস্টিস' এবং ১১টি রাজ্যের অভিযোগ গুগল অন্যায় ভাবে বাজারে নিজেদের একাধিপত্য তৈরি করেছে । গুগল, ইউটিউব, ক্রোম ইত্যাদি একাধিক কোম্পানির মূল স্তম্ভ 'অ্যালফাবেট আইএনসি'-র বিরুদ্ধেই মামলাটি করা হয়েছে।
সার্চ ইঞ্জিন গুগল একাধিক বিজ্ঞাপন পাওয়ার পাশাপাশি ৯০ শতাংশ বাজার ধরে রেখেছে তাঁদের কাছে। যেখানে, অন্যান্য সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা গুগলের তুলনায় অনেকটা কম। মানুষ পুরোপুরি ভাবেই নির্ভরশীল হয়ে পড়েছে গুগলে। মামলাকারীদের অভিযোগ গুগল প্রতিযোগিতার আবহ তৈরি করতে দিচ্ছে না। অন্যায় এবং বেআইনি ভাবে নিজেদের আধিপত্য বিস্তার করেছে তাঁরা।
যদিও, মামলাকারীদের অভিযোগ অস্বীকার করেছেন গুগল। এবিষয়ে টুইট করেও নিজেদের বক্তব্য জানিয়েছে গুগল।
এর আগে আমেরিকাতেই মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা হয় তারপরেই নেট দুনিয়ায় খুলে গিয়েছিল বাজার। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে মাইক্রোসফটের বিরুদ্ধে ওই মামলাটিকে মাইলস্টোন হিসেবে দেখা হয়। গুগলের বিরুদ্ধে এই মামলা নেট দুনিয়ায় ব্যাপক পরিবর্তন আনবে কিনা এখন তাই দেখার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊