নতুন জেলা কমিটি ঘোষণা হতেই অন্তর্দ্বন্দের বহিঃপ্রকাশ তৃণমূলে, সহসভাপতি পদ থেকে ইস্তাফা আশীষ দত্তের 



নিজস্ব প্রতিনধি, আলিপুরদুয়ার: 



নতুন জেলা কমিটি ঘোষণা হতেই অন্তর্দ্বন্দের বহিঃপ্রকাশ তৃণমূলে।জেলা তৃণমূল সহ সভাপতির পদ ছাড়লেন অলিপিরদুয়ারের প্রাক্তন পুরপ্রধান আশীষ দত্ত।জেলা ও ব্লক স্তরের নতুন কমিটিতে দুর্নীতিগ্রস্তদের জায়গা দেওয়ায় পদ ছাড়ার সিদ্ধান্ত বলে জানালেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা।




অলিপিরদুয়ার জেলা তৃণমূল কার্যালয়ে সোমবার নতুন জেলা কমিটি ঘোষণা করেন তৃণমূল নেতৃত্ব।মঙ্গলবারই জেলা সহ সভাপতির পদ থেকে অব্যাহতি চাইলেন বর্ষীয়ান তৃণমূল নেতা আশীষ দত্ত।তার বক্তব্য তৃণমূলের নতুন জেলা এবং ব্লক কমিটিতে যাদের নিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে বেশ দুর্নীতিগ্রস্ত মানুষকে রাখা হয়েছে।তাদের নিয়োগ করায় দলের ভাবমূর্তি নষ্ট হবে।এর সাথে আশীষ বাবু যোগ করেন,তিনি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেননি এবং আগামীতেও দেবেন না।তবে পদ ছাড়লেও দল ছাড়ছেন না বলেও জানান বর্ষীয়ান এই তৃণমূল নেতা।কর্মী হিসেবে কাজ করে যাওয়ার কথা জানান তিনি।



আশীষ দত্তের বিষয়ে তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামীকে প্রশ্ন করলে তিনি জানান,তার কাছে কোন পদত্যাগ পত্র আসেনি।আর এমন কিছু হয়ে থাকলে তিনি কথা বলবেন বিক্ষুব্ধ নেতার সাথে।