বাড়িতে বসে বিনামূল্যে মাত্র ১ মিনিটেই পেয়ে যান আপনার PAN কার্ড
বাড়িতে বসে মাত্র ১ মিনিটেই পেয়ে যান আপনার PAN কার্ড । এখন PAN নাম্বার এতটাই সহজে পাওয়া যাচ্ছে, যার জন্য কোন টাকাও খরচ করতে হচ্ছে না। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসেই আপনার আধার নাম্বার দিয়ে নিজেই বানিয়ে নিতে পারবেন আপনার PAN কার্ড।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২৮ই মে ২০২০ তারিখ instant allotment of PAN (on near to real time basis) এর শুভ আরম্ভ করেন। আধার নম্বর ও আধার নম্বরের সাথে মোবাইল নম্বর যোগ করা থাকলেই এখন সহজেই অনলাইনে প্যান নম্বর তৈরি করা যাবে।
নিম্নলিখিত স্টেপ গুলি দেখুন ও নিজেই আপনার প্যান নম্বর পান খুব সহজেই-
প্রথমে আপনি ভিজিট করুন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ই-ফিলিং ওয়েবসাইট-
- https://www.incometaxindiaefiling.gov.in/ এর হোম পেজে
ক্লিক করুন -
- Instant PAN through AADHAAR
PAN REQUEST PAGE- এ আপনাকে দুটো অপশন থেকে একটা নির্বাচন করতে হবে-
- GET NEW PAN
- CHECK STATUS/ DOWNLOAD PAN
আধার কার্ডের তথ্য প্রদান করতে হবে এবার-
- আধার নম্বর দিন
- I Confirm-এ ক্লিক করুন
- Captcha Code দিন
- Generated AADHAAR OTP তে ক্লিক করুন
OTP দিন
- আধার কার্ডে যে নম্বর নথিভুক্ত আছে তাতে একটা নম্বরের ম্যাসেজ আসবে সেটি দিন।
- এরপর, Validate Aadhaar OPT and Continue এ ক্লিক করুন
e-KYC-তে তথ্য দিন।
- আধার নম্বর
- নাম
- লিঙ্গ
- আপনার ছবি
- জন্ম তারিখ
- ঠিকানা
- মোবাইল নম্বর
- ই-মেইল
দিয়ে পূরন করতে হবে।
e-KYC দিয়ে আধার কার্ড ভেরিফাই-এর পর সাবমিট করুন।
এরপরেই আপনার স্ক্রিনে সাক্সেস ম্যাসেজ চলে আসবে।
আপনি আপনার প্যান কার্ড স্ট্যাটাস চেক বা ডাউনলোড করতে পারেন-
Views the Status / Download the PAN CARD এ গিয়ে
- আধার কার্ড,
- ক্যাপচা
- ওটিপি
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊