কোহিনুর অঞ্চলে তৃণমূলে যোগ দিলেন ২০ টি বিজেপি পরিবার
সুভাশিষ দেবনাথ, আলিপুরদুয়ার: সদ্য নির্বাচিত আলিপুরদুয়ার দুই নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ বর্মন একুশের নির্বাচনের প্রাক্কালে ময়দানে নেমে পড়েছেন। গতকাল আলিপুরদুয়ার দুই নং ব্লকের কোহিনুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস সভাপতি পরিতোষ বর্মন এবং কুমারগ্রামের বিধায়ক জেমস কুজুরের হাত ধরে বিজেপি নেতা-কর্মী সহকারে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ২০ টি পরিবার।
গোটা ব্লক জুড়ে চলছে উলটপুরাণ! বিগত কয়েকমাস ধরে বিজেপির ঘরে ফাটল চওড়া হচ্ছে। আর বিধানসভা নির্বাচনের আগে নিজের ঘর গুছিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। সবরকম স্বাস্থ্য বিধি মেনে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ব্লক সভাপতি, বিধায়ক সহ এই কর্মসূচিতে ছিলেন ব্লক তৃনমুল কংগ্রেসের সহ সভাপতি সুশীল দাস, বাবুলাল মারান্ডি তৃণমূল নেতা বাপি দাস, তুরতুরি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অজয় লিম্বু, শামুকতলা গ্রাম পঞ্চায়েত প্রধান পবন রাই কোহিনুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ভজন সরকার প্রমুখ। অন্যদিকে বিজেপি থেকে তৃণমূলে আগত কর্মীরা তাঁদের নানারকম সমস্যার কথা জানান। ব্লক সভাপতি পরিতোষ বর্মন তাঁদের সমস্যার দ্রুত সমাধান করবেন বলে জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊