শিক্ষক বদলি এখন ঘরে বসেই- লাগবে না NOC-লাগবে না টাকা 





পুজোর আগেই ৬০০০ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জেলার ট্রান্সফার পাঠানো হয়েছে বলে গতকাল এক সভায়  শিক্ষামন্ত্রী জানান। তিনি বলেন- শিক্ষক শিক্ষিকাদের সমস্ত রকম ট্রান্সফার যেমন- General transfer, Mutual transfer, District transfer,Special transfer আটকে না থাকে তাঁর জন্য শিক্ষা দপ্তরকে দেখাশোনা ক্রতে হবে বলেও জানান।  এদিন শিক্ষকদের ট্রান্সফারের জন্য NOC নিয়ে যে সমস্ত অভিযোগ আসছে সেই নিয়ে শিক্ষামন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।


পার্থ চট্টোপাধ্যায়  শিক্ষক শিক্ষিকাদের সমস্ত রকম ট্রান্সফার এর ক্ষেত্রে যাতে NOC তুলে দেওয়া যায় সেই নিয়েও শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন। ফলে মনে হচ্ছে ভবিষ্যতে শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার আরও মসৃণ হবে । 

সাথে বদলির জন্য হেয়ারিং তুলে দেওয়ার প্রস্তাব দেন। আর ট্রান্সফারের ক্ষেত্রে কোন রকম অর্থ খরচ আর হবে না বলেও জানান। 


আর ট্রান্সফারের ক্ষেত্রে স্বছতা আনতে  ওএসএমস (OSMS) পোর্টাল এর মাধ্যমে  বাড়িতে বসেই আবেদনের ব্যবস্থা করার কথাও এদিন জানান। 

অর্থাৎ এককথায় ট্রান্সফারের ক্ষেত্রে শিক্ষকদের কারো মুখাপেক্ষি আর থাকতে হবে না, নিজের ইচ্ছামতন বদলি করতে পারবেন। আর  এর জন্য  অনলাইনে আবেদন করতে যেতে হবে https://osms.wbsed.gov.in/page/login.php সাইটে।