আধার কার্ড আপডেটে ব্যবহার করা যাবে ব্যাঙ্ক পাসবই, জানুন কিভাবে করবেন
আধার কার্ড আপডেটে এখন থেকে ব্যবহার করা যাবে ব্যাঙ্কের পাস বইও। সম্প্রতি আধার কার্ডে বদল আনার জন্য ৪৪টি নথিকে গ্রাহতা দিয়েছে সেই ৪৪টি নথির মধ্যে ব্যাঙ্কের পাসবুককেও মান্যতা দিয়েছে ইউএডিআইএ। বাড়িতে বসে অনলাইনেই সেই আপডেট করতে পারবেন নিজে থেকেই। ব্যাঙ্কের পাসবুকে গুরুত্বপূর্ণ নথি হিসেবে ধরা হয় বলে ঠিকানা আপডেট করতে এই সিদ্ধান্ত নিয়ে ইউএডিআইএ।
একটি ট্যুইট করে ইউএডিআইএ জানিয়েছে পাসপোর্ট, বাড়ি ভাড়ার দলিল, পাস বই বা ব্যাংক স্টেটমেন্ট, টেলিফোন বিল, বিদ্যুতের বিল, জলের বিল, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো নথিগুলিকে প্রমাণ পত্র হিসেবে গ্রাহ্য করা হবে। ইউএডিআইএ –র ওয়েবসাইটে ৪৪টি নথির নাম উল্লেখ করা হয়েছে, যা প্রমাণ পত্র ও পরিচয় পত্র হিসেবে গ্রাহ্য করা হবে।
ব্যাঙ্কের পাসবুককে প্রমাণের নথি হিসেবে ব্যবহার করতে চাইলে পাসবইয়ে থাকা ছবিতে ব্যাংক কর্তৃপক্ষের সই ও স্ট্যাম্প মারা থাকতে হবে।
বাড়ির ঠিকানা পরিবর্তন করার নিয়মাবলী
- প্রথমে uidai.gov.in ক্লিক করুন
- সিলেক্ট করুন “update your address online” অপশনে
- যাঁদের নিজস্ব মোবাইল নম্বর ইউএডিআইএ-র সঙ্গে যুক্ত রয়েছে তারাই এই কাজ করতে পারেন।
- নিজের মোবাইল নম্বর দিন।
- এরপর একটি ওটিপি পাবেন। সেটিকে নির্দিষ্ট স্থানে রাখুন।
- এরপর সিলেক্ট করে ‘address update’ ক্লিক করুন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊