অস্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়, কনভালসেন্ট প্লাজমা থেরাপি শুরু




অস্থির সৌমিত্র চট্টোপাধ্যায়, কনভালসেন্ট প্লাজমা থেরাপি শুরু


তনজিৎ সাহা,কলকাতা


গতকাল, শনিবার তাঁর বুকের সিটি স্ক্যান করা হয়। রিপোর্টে খারাপ তেমন কিছু মেলেনি। তবে তিনি খুব অস্থির হয়ে পড়েছেন। তাঁর অস্থিরতা ভাবাচ্ছে চিকিৎসকদের। ডাক্তারি ভাষায় একে বলে 'করোনা এনসেফ্যালোপ্যাথি'। এই অবস্থায় রোগী খুব উত্তেজিত হয়ে পড়েন।


বুকের স্ক্যান এর পর এবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের দ্রুত মাথার এম আর আই করা প্রয়োজন। কিন্তু ওনার উত্তেজনা বাধ সাধছে।


বিশেষজ্ঞ চিকিৎসকদের নির্দেশে তাঁর শরীরে প্লাজমা থেরাপি শুরু করা হয়েছে। দিনে প্রায় একশো লিটার অক্সিজেন লাগছে তাঁর।


সুস্থ হয়ে ওঠার পর কভিড আক্রান্তদের মধ্যে ওই রোগ বিরোধী অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডি নতুন আক্রান্ত রোগীর শরীরে ট্রান্সফার করলে তারও রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, এবং সুস্থ হয়ে ওঠে। এর আগেও বিভিন্ন ফ্লু, ইবলা রেবিশ রোগে এই পদ্ধতি ব্যবহার হয়েছে। বর্তমানে কভিডের ক্ষেত্রেও সফল ব্যবহার হচ্ছে।

ক্যান্সার-প্রেশার-সুগার-সিওপিডি-র মতো গুচ্ছ কো-মর্বিডিটির সাথে তাঁর পঁচাশি ঊর্ধ্ব বয়স চিন্তায় ফেলেছে চিকিৎসকদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ