বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাড়ালেন তৃণসাথী দুর্গাপুজা
সুজাতা ঘোষ, বাগডোগরা :
উত্তর ফয়রানি তৃণসাথী দুর্গাপুজা কমিটির পক্ষ থেকে আজ এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের বস্ত্র বিতরণ করা হয় l
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার কোঅর্ডিনেটর শ্রী খগেশ্বর রায় ,নকশালবাড়ি ব্লক ১ তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী আনন্দ ঘোষ ,গোঁসাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী অমৃতলাল সরকার ,ডাক্তার শ্রী মিধুময় দাস , প্রফেসর শ্রী কে .কে .বাগচী , শ্রী পুলক চক্রবর্তী সহ পুজো কমিটির সকল সদস্যবৃন্দ l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊