Latest News

6/recent/ticker-posts

Ad Code

সিপিআই(এম) এর নিগমনগর ব্রাঞ্চ কমিটির উদ্যোগে মার্ক্সীয় পাঠাগারের উদ্বোধন

সিপিআই(এম) এর নিগমনগর ব্রাঞ্চ কমিটির উদ্যোগে মার্ক্সীয় পাঠাগারের উদ্বোধন


SANGBAD EKALAVYA:

মহাসপ্তমীর সন্ধ্যায় সিপিআই(এম) এর নিগমনগর ব্রাঞ্চ কমিটির উদ্যোগে নিগমনগর দলীয় পার্টি অফিসের সামনে 'মার্ক্সীয় পাঠাগার' এর উদ্বোধন করা হলো। বইপ্রেমী মানুষের কথা মাথায় রেখেই তাঁদের এই উদ্যোগ। এখানে সবাই বিনামূল্যে বই পড়ার সুযোগ পাবে।


পাশাপাশি বর্তমান মহামারীর কথা মাথায় রেখে জনসাধারণের জন্য বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হবে বলেও জানানো হয়েছে দলের পক্ষ থেকে।


আজকের এই পাঠাগারের উদ্বোধনে উপস্থিত ছিলেন সিপিআই(এম) এর দিনহাটা এরিয়া কমিটির সেক্রেটারি দেবাশীষ দেব, SFI এর রাজ্যকমিটির সম্পাদকমন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, কোচবিহার জেলাকমিটির সদস্য গৌরাঙ্গ পাইন, সুজাতা চক্রবর্তী, নিগমনগর ব্রাঞ্চ কমিটির সভাপতি উজ্জ্বল গুহ এবং সম্পাদক অজিত দেবনাথ সহ আরও অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code