মহা চতুর্থীর পুণ্য লগ্নে প্রকাশিত হল কালপুরুষ সাহিত্য বিবর্তন পত্রিকার



অনুপম মোদক, সংবাদ একলব্য :

প্রথম শারদ সংখ্যা ১৪২৭। "উমা এলো ঘরে" । আজকে এক ছোট্ট সভার মাধ্যমে কালপুরুষ সাহিত্য বিবর্তন পত্রিকার "উমা এলো ঘরে" প্রথম শারদ সংখ্যা প্রকাশিত হয়।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাগাজিনের সম্পাদক গৌরব চক্রবর্তী, প্রকাশক কবির হোসেন, সভাপতি অর্নব অধিকারী, সহ-সম্পাদক দেবপ্রিয় সাহা, সোমনাথ কর্মকার, গোপাল তালুকদার, অনির্বাণ বোস প্রমুখ।


ম্যাগাজিনের সম্পাদক গৌরব চক্রবর্তী বলেন যে "আমাদের শারদ সংখ্যা আজ মহাচতুর্থীর পূন্যলগ্নে "উমা এলো ঘরে" আজ একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হলো "। ম্যাগাজিনের সভাপতি অর্নব অধিকারী বলেন যে "বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং পরবর্তী আমাদের ম্যাগাজিন এর দ্বিতীয় সংখ্যা পুস্তক আকারে প্রকাশ হবে "।