সরকারি কর্মীদের ভুলের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে, দপ্তরে শত শত মানুষের ভিড় 



সরকারি কর্মীদের ভুলের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। দিনহাটা মহকুমার কোর্ট অফ sub-divisional দপ্তরে প্রতিদিন শত শত মানুষের ভিড়।  


বাসিন্দারা নিজেদের বা পরিবারের রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, জমি জায়গার দলিলপত্রে অসংখ্য ভুল সংশোধন করতেই হাজির হয়। কারোর নামের ভুল কারোর পরিবার সদস্যদের নাম ও উপাধির ভুল। এই ভুলের জেরেই নানারুপ সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারন মানুষ। অফিশিয়াল কর্মক্ষেত্র থেকে শুরু করে নানাবিধ ঝামেলা এড়াতে একমাত্র উপায় সংশোধন। এই ভুল সংশোধনের জন্য‌ বহু দূর দূরান্ত থেকে গ্রামের খেটে খাওয়া মানুষদের কে আসতে হচ্ছে দপ্তরে । নিজেদের কাজকর্ম ফেলে এভাবে তারা প্রতিনিয়ত লাইনে দাঁড়িয়ে থাকেন ধরনা দিয়ে। এই সমস্যা বহু পুরনো কাল ধরে চলে এসেছে। ভুল সংশোধনের জন্য দিনের পর দিন মানুষকে দ্বারস্থ হতে হচ্ছে দপ্তরে দপ্তরে।


সরকারি আমলাদের ভুলের মাশুল গুনতে হচ্ছে দেশের জনসাধারণকে। আর এই ভুলের জেরেই সরকারি আমলাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে মানুষের মনে।