একমাস পর স্বস্তির খবর, ভারতে করোনা সংক্রামিত চিকিৎসাধীনের সংখ্যা হ্রাস পেয়েছে
Ministry of Health and Family Welfare সূত্রে জানা গেছে- ভারতে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। একমাস পর, বিগত ৪ দিন ধরে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ৯ লক্ষের কম। বর্তমানে দেশে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ৮ লক্ষ ৬১ হাজার ৮৫৩- মোট সংক্রমিতের মাত্র ১২.১ শতাংশ।
পি আই বি সূত্রে জানা গেছে-
- দেশে মোট ৬১ লক্ষ ৪৯ হাজার ৫৩৫ জন কোভিড মুক্ত হয়েছেন।
- সুস্থ হয়ে ওঠার থেকে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা কমে হয়েছে ৭২ লক্ষ ৮৭ হাজার ৬৮২।
- গত ২৪ ঘন্টায় ৭১ হাজার ৫৫৯ জন আরোগ্য লাভ করেছেন।
- নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৬ হাজার ৭৩২ জন।
- দেশে আরোগ্য লাভের হার ৮৬.৩৬ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৮১৬ জন মারা গেছেন। এরমধ্যে ৮৫ শতাংশ মৃত্যুই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ঘটনা। মহারাষ্ট্রে ৩০৯ জন অর্থাৎ মোট মৃত্যুর ৩৭ শতাংশ ঘটনা ঘটেছে।
COVID States data/12thOctober
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊