নতুন লুকে ধোনি, ভাগ্য পরিবর্তনে লুক পরিবর্তন ধোনির!
আন্তর্জাতিক স্তরে বিদায় নিলেও দর্শকদের মন যেন কোনও মতেই ধোনিকে ছাড়া ক্রিকেট ভাবতে পারছে না। তবে এখন ধোনি ও ধোনির হেলিকপ্টার শট দেখার একটা মাত্রই প্ল্যাটফর্ম আইপিএল। কিন্তু আরব আমিরশাহী আইপিএল ২০২০ -এ ভালো ফর্মে নেই মহেন্দ্র সিং ধোনি। যেমন নিজেও নেই ফর্মে তেমন তাঁর দায়িত্বে থাকা দল চেন্নাইও এবার ব্যাকফুটে।
এদিকে আইপিএল-এর শুরুতে খানিকটা ‘সিংহম’-এর ধাঁচে দাড়ি রেখে নতুন লুক দেখিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। কিন্তু চলতি টুর্নামেন্টেই চেহারা পরিবর্তন করে ভক্তদের মনে করিয়ে দিল ০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ জয়ের পরের ধোনির চেহারা। চুল ছোট ছোট করে ছেঁটে ফেললেন তিনি।
ভাগ্য ফেরাতেই কি এবার নিজের চেহারা পাল্টে ফেললেন ক্যাপ্টেন কুল? তিনি কিছু না বললেও তেমনটাই মনে করছে ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধোনির নতুন চেহারার ছবি। চেন্নাই সুপার কিংসের সমর্থকরা বলছেন, ২০১১-র ফর্মে ফিরতে চলেছেন ‘থালা’! নয়া হেয়ারস্টাইলে ঘুরবে কি ধোনির আইপিএল-অভিযানের মোড়? সেটাই দেখার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊