কোভিড সচেতনতার বিচারে "মাধুকরী" শারদ সম্মান পেল গুড়মা-ভামাল-একুড় পূজা কমিটি


শচীন পাল, সংবাদ একলব্যঃ পূজার কোভিড স্বাস্থ‍্যবিধি পালনকে সর্বাধিক  গুরুত্ব দিয়ে সেরা পূজা কমিটিকে শারদ সম্মান দিল "মাধুকরী-সাংস্কৃতিক মেলবন্ধনে বেলিয়াবেড়া থানা ও আমরা" সাংস্কৃতিক মঞ্চ। এবছরের় পূজায় আদালতের নির্দেশ ও রাজ‍্য সরকরের সতর্কবাণী ছিল প্রত‍্যেক পূজা কমিটিকে কোভিভ  বিধি মানতে হবে এবং এই বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। আর এই কোভিড সচেতনতার উপর ভিত্তি করে বেলিয়াবেড়া থানার মাধুকরী সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে শারদ সম্মান প্রদান করা হলো। 

জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত  ১৪টি পুজো কমিটিই এবার পূজার আয়োজনে যথাসাধ্য কোভিড বিধি মেনে সসম্মানে উত্তীর্ণ হয়েছে। আর এদের মধ্যে মন্ডপে ব‍্যবস্থা গ্রহণ ও সাধারণ মানুষকে সচেতন করার ক্ষেত্রে একধাপ এগিয়ে ছিল বেলিয়াবেড়া থানার গুড়মা-ভামাল-একুড় সর্বজনীন দুর্গোৎসব সমিতি।


সোমবার পুজো মণ্ডপে গিয়ে তাদের হাতে বিশেষ  ‘শারদ সম্মান ২০২০’ ট্রফি তুলে দিলো ‘মাধুকরী- সাংস্কৃতিক মেলবন্ধনে বেলিয়াবেড়া থানা ও আমরা’ সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে। সোমবার বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ ও মাধুকরী সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা গুড়মা-ভামাল-একুড় সর্বজনীন দুর্গাপূজোর পূজামণ্ডপে গিয়ে পুরস্কারটি কমিটির সদস্যদের হাতে তুলে দেন সেরা করোনা সচেতনতার পুজো মন্ডপ হিসেবে। 

এর আগে মাধুকরী পক্ষ থেকে পূজার সময় গোটা থানা এলাকার মন্ডপ গুলি পরিক্রমা করা হয়। থানার আধিকারিকদের পাশাপাশি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ পাল, শিব পানিগ্রাহী, বিষ্ণুপদ ভূঁইয়া, সুবর্ণা অধিকারী, কিশোর রক্ষিত, গুনধর বধূক প্রমুখ বিশিষ্ট জনেরা। মাধুকরীর এহেন উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ‌। উল্লেখ্য এর আগে মাধুকরী সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা যথেষ্ট সাড়া ফেলেছিল।