Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভূগর্ভস্থ জল সংরক্ষণ করতে কৃষকদের অল্প জলে চাষের কৃষি উপকরণ প্রদান



মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নম্বর ব্লকে ভূগর্ভস্থ জল সংরক্ষণ করতে কৃষকদের অল্প জলে চাষের কৃষি উপকরণ প্রদান 



ভূগর্ভস্থ জল সংরক্ষণ করতে কৃষকদের অল্প জলে চাষের কৃষি উপকরণ প্রদান 



রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :

প্রতিনিয়ত বদলে যাচ্ছে জলবায়ু। তার প্রভাব পড়ছে কৃষিতে। সময়েই বৃষ্টির জলে শুরু হয় আমন চাষ। তবে সেই রীতি যেন বদলাতে শুরু করেছে। দেখা নেই বৃষ্টির। ফলে চাষের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে চাষিদের। জলের অভাবে সমস্যা হচ্ছে বলে চাষিরা জানিয়েছেন। সেচের জলেই শুরু করতে হয়েছে ধান চাষের কাজ। তবে এই অল্প বৃষ্টিতে সমস্যা এড়াতে বিকল্প উদ্যোগ নিতে পরামর্শ দিচ্ছে কৃষি দপ্তর। 


রাজ্য সরকার ও মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নম্বর ব্লকের কৃষি দফতর এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে অল্প জলে চাষের জন্য উপকরণ প্রদান করলো প্রাথমিক পর্যায়ে ৩০ জন কৃষককে। 


এদিন  উপস্থিত ছিলেন ভরতপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অঞ্জন চৌধুরী, ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আসিফুজামান, ভরতপুর ১ নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা সাহানুর রহমান, ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ বিশ্বজিৎ বাগদী ও কৃষি কর্মাধ্যক্ষ প্রতিনিধি সঞ্জয় সরখেল ও অন্যান্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code