করোনায় আক্রান্ত ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো


তাবড় তাবড় ফুটবলারদের পর এবার করোনা আক্রান্ত ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। মঙ্গলবার রাতে ফিফার তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়। ফিফার তরফে বিবৃতি দিয়ে জানানো হয় বেশ কয়েকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। রয়েছে মৃদু উপসর্গ। তাঁর কোভিড পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। দশ দিনের কোয়ারাইন্টিনে থাকবেন তিনি। এরপর ফের টেস্ট করানো হবে এতে রিপোর্ট নেগেটিভ এলে ছেড়ে দেওয়া হবে তাঁকে। 



করোনা মহামারীর মাঝে ইজরায়েল, আরব আমিরশাহী এবং বাহরিনের মধ্যে শান্তি চুক্তি সাক্ষরের বিশেষ অনুষ্ঠানে হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন। তেমন কোথাও সফর কোথাও সফর করেননি। তবে কীভাবে কোথা থেকে সংক্রমণ হল তা জানা যায়নি। ফিফার তরফ থেকে বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিগত কয়েকদিন যাঁরাই ফিফা প্রেসিডেন্টের সংস্পর্শে এসেছিলেন, তাঁরা যেন নিজেদের স্বাস্থ্যপরীক্ষা করিয়ে নেন।