Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত পর্তুগাল ও জুভেন্তাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো Cristiano Ronaldo tests positive for COVID-19

 


করোনা আক্রান্ত পর্তুগাল ও জুভেন্তাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো




এবার করোনা আক্রান্ত হলেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের হয়ে জাতীয় দলে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। নেশনস লিগের যোগ্যতা অর্জন পর্বে পরবর্তী ম্যাচে সুইডেনের মুখোমুখি পর্তুগাল। সেই মযাচের আগে করোনা রিপোর্ট পজিটিভ আসায় আপাতত জাতীয় দল থেকে বাদ পড়লেন তিনি। তবে জানা গেছে দলের কোনও সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসেনি। 



পর্তুগালের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি সুইডেনের বিরুদ্ধে খেলবেন না।’



রিপোর্ট পজিটিভ আসলেও উপসর্গ নেই। তিনি ভাল আছেন। তবে আপাতত তিনি হোম আইসোলেশন থাকবেন। এই মহাতারকার করোনা আক্রান্ত হওয়ার খবরে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা উদ্বিগ্ন। সবাই বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলারের দ্রুত আরোগ্য কামনা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code