তথ্যপ্রযুক্তিকর্মীদের নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, দিলেন পুজোর উপহার
সামনেই দুর্গাপূজা। বাকি আর কয়েকটা দিন। করোনা আবহেও দুর্গাপূজা করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে বেঁধে দিয়েছে বেশ কিছু নিয়মাবলী। এবারের পুজোয় তথ্য প্রযুক্তি কর্মীদের দিলেন উপহার, তাঁদের নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী তাঁর টুইটার হ্যান্ডেলে সেই ঘোষণা করেন।
তথ্যপ্রযুক্তিকর্মীদের সরাসরি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে এখন থেকে রাজ্য সরকার নিয়োগ করবে বলেই জানালেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, 'বাংলা তথ্যপ্রযুক্তি পরিষেবার জন্যই বিখ্যাত। আর তাই যাঁরা আমাদের রাজ্যের তথ্যপ্রযুক্তি পরিষেবা উন্নত করার জন্য লাগাতার কাজ করে চলা তরুণদের সরকারের তরফ থেকে পুজোর উপহার। এবার থেকে আর Webel/WTL/ বেসরকারি এজেন্সির মাধ্যমে নয়, সরাসরি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগ করবে রাজ্য সরকার।'
They will also get 30 days leave & 10 days medical leave annually along with usual maternity leaves for women. They'll have tenure certainty till 60 years age & get ₹3 L on attaining 60 years as terminal benefit. Further, Swasthya Sathi will cover their medical expenses. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) October 16, 2020
শুধু তাই তিনি আরও জানিয়েছেন সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা তাঁরা পাবেন। অপর একটি টুইটে তিনি সরকারি সেই সব সুবিধার কথা জানান। মুখ্যমন্ত্রী জানালেন-
- তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরা বছরে ৩০ দিনের ছুটি ও মেডিক্যালের ১০ দিনের ছুটি পাবেন।
- অন্তঃসত্ত্বা মহিলারা সরকারি নিয়ম অনুযায়ীই মাতৃত্বকালীন ছুটি পাবেন।
- প্রত্যেক কর্মী ৬০ বছর পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন।
- অবসরকালীন ৩ লাখ টাকা পাবেন।
- রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হবে।
এতদিন চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তিতে কাজ করা কর্মীরা এজেন্সির সাথে যুক্ত থাকতেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে কয়েক লক্ষ কর্মী স্বস্তি পেল। রাজ্যের তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য নিঃসন্দেহে এটা পুজোর উপহার ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊