Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্য-রাজ্যপাল সংঘাত নিয়ে সরব হলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র

রাজ্য-রাজ্যপাল সংঘাত নিয়ে সরব হলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র



জলপাইগুড়ি, সংবাদ একলব্যঃ  রাজ্য-রাজ্যপাল সংঘাত নিয়ে সরব হলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র।তার দাবি,৩৪বছর বাম  আমলে এসব দেখা যায়নি।


শনিবার জলপাইগুড়ির সুবোধ সেন ভবনে দলের নিজস্ব দলীয় বৈঠকে যোগ দেন সূর্যকান্ত মিশ্র।বৈঠকের পর সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মিলিত হন।সেখানেই রাজ্য -রাজ্যপাল সংঘাত নিয়ে সমালোচনা করেন তিনি।তার অভিযোগ এদের রুচিবোধের অভাব আছে।

 

রাজ্যপাল সম্পর্কে ফিরহাদ হাকিমের মন্তব্যেরও কড়া সমালোচনা করেন সিপিএম রাজ্য সম্পাদক।তার বক্তব্য সংবীধান অনুযায়ী মন্ত্রীরা রাজ্যপালের অধীন।রাজ্যপালের কাছ থেকেই মন্ত্রীদের শপথ নিতে হয়।এদের বোধ নেই।

তবে তার কটাক্ষ এসবও কেন্দ্র রাজ্য বোঝাপড়ার একটা দিক হতে পারে।


বিস্তারিত ভিডিওতে-



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code